(১.) মৌলিক ডেটা এবং (২.) ডাটা স্ট্রাকচার ।
১. মৌলিক ডেটা :
মৌলিক ডেটা মূলত তিন প্রকারের হয় -
- সংখ্যা বা নাম্বার সংক্রান্ত ডেটা
- অক্ষর সংক্রান্ত ডেটা
- বুলিয়ান ডেটা
সংখ্যা বা নাম্বার সংক্রান্ত ডেটা
ইহা দুই প্রকার -
১.পূর্ণসংখ্যা ,
যেমন- বয়স 80 , ক্রমিক সংখ্যা 10
২. ভগ্নাংশ
যেমন - ওজন 70.5 কেজি, তাপমাত্রা - ৫° সেন্টিগ্রেড
অক্ষর সংক্রান্ত ডেটা
কিবোর্ডের A থেকে Z এবং বিভিন্ন চিহ্ন যেমন @, $,% ইত্যাদি হল অক্ষর ডেটা ।
বুলিয়ান ডেটা
সাধারণত দুটি সংখ্যার তুলনার ক্ষেত্রে এই ধরনের ডেটা ব্যবহার করা হয় ।
যেমন True অথবা False, Yes অথবা No ইত্যাদি ।
2. ডেটা স্ট্রাকচার
পরস্পর সম্পর্কিত ডেটাকে যখন একটি গ্রুপ হিসেবে কাজ করানো হয় তখন ডাটা স্ট্রাকচার ব্যবহার করা হয় । ডাটা স্ট্রাকচার বিভিন্ন ধরনের হতে পারে,।
যেমন :-অ্যারে, স্ট্রিং , কিউ ,লিস্ট, ট্রি, পয়েন্টার ইত্যাদি ।
0 মন্তব্যসমূহ