এ ধরনের কম্পিউটারে ডাটা বা তথ্যের সঠিক ফলাফল পাওয়া যায় না।
উদাহরণ : স্লাইড রুল, স্টেপড রেকনার ইত্যাদি।
ব্যবহার : 1. বৈদ্যুতিক তারের ভোল্টেজের ওঠানামা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় ।
2. চিকিৎসা ক্ষেত্রে ইসিজি যন্ত্রে এই ধরনের কম্পিউটার ব্যবহৃত হয় ।
3. তরল ও গ্যাসীয় পদার্থের চাপের তারতম্য নির্ণয় করার জন্য এই ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়।
6 মন্তব্যসমূহ
awesome
উত্তরমুছুনkhub sundor
উত্তরমুছুনঅ্যানালগ কম্পিউটার সম্পর্কে ভালো একটা লেখা।
উত্তরমুছুনআপনার লেখাটি অনেক ভালো ভাবে সাজানো।
অনেক শিক্ষণীয়। এখান থেকে আমি অনেক কিছু জানতে পারলাম।
এই লেখাটি শেয়ার করার জন্যে ধন্যবাদ।
আরো ভালো ভালো লেখা দিলে খুশী হতাম।
https://onlineschoolinfo24.blogspot.com/2020/10/random-access-memory-ram.html
yea really too good written in bengali..
মুছুনokk
মুছুনtoo good
উত্তরমুছুন