1. বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি অংক বা ডিজিট '0' এবং 1'' ব্যবহৃত হয় |
তাই এই পদ্ধতির বেস (Base) 2.
2. বাইনারি সংখ্যা পদ্ধতিও একটি পজিশনাল ভ্যালু সিস্টেম (Positional Value System).
3. বাইনারি সংখ্যার প্রতিটি ডিজিটের পজিশনাল ভ্যালু বা অবস্থানগত মান 2 এর ঘাত এ প্রকাশ করা হয় ।
4. কোন বাইনারি সংখ্যার বাইনারি বিন্দুর বামদিকের ডিজিটগুলির দুইয়ের (2) ধনাত্মক ঘাত হয় এবং ডান দিকের ডিজিটগুলি 2-এর ঋণাত্মক ঘাত হয়।
10110.1, 1001 সংখ্যাটিতে 2 এর ঘাতের সাহায্যে প্রকাশ করা হল -
0 মন্তব্যসমূহ