MSI (Medium Scale Integration)-এর সংক্ষিপ্ত বিবরণ দাও ?

MSI (Medium Scale Integration) বিবরণ

1. এই প্রযুক্তিতে সাধারণত 10 থেকে 200 টি গেট নিয়ে একটি চিপ গঠিত হয়।
2. চিপ এর গঠন  SSI  চিপের তুলনায় জটিল ।
3. চিপ গুলি অ্যাডার ,ডিকোডার, রেজিস্টার ইত্যাদি ডিজিটাল ফাংশনের কাজে ব্যবহৃত হয় .
4. তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশে MSI চিপ ব্যবহৃত হয় ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ