ENIAC- এর বৈশিষ্ট্যসমূহ -
1. এই যন্ত্রটি আয়তনে ছিল বিশাল, 1800 বর্গফুট এবং ওজন ছিল প্রায় 27 টন ...
2. যন্ত্রটি ভ্যাকুয়াম টিউব প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছিল । এটিতে 17480 টি ভ্যাকিউম টিউব ব্যবহৃত হয়েছিল।
3. যন্ত্রটি দশমিক সংখ্যা পদ্ধতিতে কাজ করত ...
4. ENIAC -1 সেকেন্ডে 5000 সাধারণ যোগ অথবা বিয়োগ সম্পন্ন করতে পারত।
5. যন্ত্রটিতে ইনপুট ও আউটপুট এর জন্য পাঞ্চ কার্ড ব্যবহার করা হত।
6. ENIAC -এ জটিল সমস্যা সমাধানের জন্য লুপ, ব্রাঞ্চ সাবরুটিন ব্যবহার করে প্রোগ্রাম করা যেত।
0 মন্তব্যসমূহ