ওয়েব ব্রাউজার বা ইন্টারনেট ব্রাউজার (Web Browser/ Internet Browser)

Web Browser/ Internet Browser/computer/Crome/Mozila
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) থেকে ওয়েব পেজগুলিকে পড়ে তথ্য সংগ্রহ (Data Collection) ও ইন্টারনেটের (Internet) সমস্ত কাজ গুলি পরিচালনার জন্য  যে বিশেষ সফটওয়্যারটি (Program) ব্যবহার করা হয় , তাকে ওয়েব ব্রাউজার (Web Browser) বলা হয় ।

কয়েকটি বহুল ব্যবহৃত হলো 
1. ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer Or IE)
2. গুগল ক্রোম (Google Chrome)
3. অপেরা (Opera)
4. মজিলা ফায়ারফক্স (Mozila Fire Fox)
5. নেটস্কেপ নেভিগেটর (Netscape Navigator)
6. অ্যাভান্ট (Avant)
7. মোজেইক (Mozaic)
8. হট জাভা (Hot Java)ইত্যাদি 

এদের মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer or IE) উইন্ডোজ (Windows)অপারেটিং সিস্টেমের নিজস্ব ব্রাউজার। বাকিগুলো আলাদাভাবে কম্পিউটারে ইন্সটল (Install) করে নিতে হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ