ডিজিটাল কম্পিউটার (Digital Computer)

যে সকল কম্পিউটার ডিজিট্যাল সংকেত দ্বারা পরিচালিত হয় তাকে ডিজিট্যাল কম্পিউটার বলে ।

ডিজিটাল কম্পিউটারের তথ্য হিসেবে '1' অর্থাৎ ON এবং '0' অর্থাৎ OFF ব্যবহৃত হয়।

উদাহরণ :-
বর্তমানে ব্যবহৃত ডেস্কটপ , ল্যাপটপ ডিজিট্যাল কম্পিউটারের উদাহরণ ।

 ব্যবহার :-
1. সমস্ত ধরনের অফিস ওয়ার্কারের জন্য ব্যবহৃত হয় |
2. ডাটা প্রসেসিংয়ের কাজে ব্যবহৃত হয় |
3. বৈজ্ঞানিক গবেষণা এবং সঠিক ফলাফল নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ