বারকোড রিডার (Barcode reader) ? What is Barcode? Definition Of Barcode Reader ?

বর্তমানে বিভিন্ন পণ্যের উপর কালো রঙের সারি সারি সমান্তরাল দাগ দেখা যায় , এদের বারকোড (Barcode)বলে ।


এই বারকোডের মাধ্যমে দ্রব্য বা পণ্যটির নাম , দাম, পণ্য উৎপাদনের তারিখ, মেয়াদ শেষের তারিখ ইত্যাদি তথ্য লেখা থাকে | যে যন্ত্রের সাহায্যে এই ধরনের কোড গুলি পড়ে তার সম্পর্কিত তথ্য গুলি দেখতে পাওয়া যায় ,তাকে বারকোড রিডার (Barcode Reader) বলে ।


যেমন - বড় বড় শপিং মল , পোস্ট অফিস ইত্যাদি স্থানে বিল তৈরীর জন্য এটি ব্যবহৃত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ