ও এম আর বা অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader) এমন একটি ইনপুট ডিভাইস বা যন্ত্র যার সাহায্যে কাগজের ওপর কোনো বিশেষ মার্ক বা দাগ চিহ্নিত করা যায় । বর্তমানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের মূল্যায়ন ওই যন্ত্রের সাহায্যে করা হয়।
সুবিধা -
1. কোন পরীক্ষা বা টেস্টের সমীক্ষার ফলাফল দ্রুত নির্ণয় করা যায়
2. এই যন্ত্রের গণনা নির্ভুল হওয়ায় ফলাফলের বিশ্বাসযোগ্যতা থাকে
অসুবিধা -
নির্দেশ মতো পেন ব্যবহার না করলে এবং সঠিক পদ্ধতিতে বৃত্তাকার চিহ্নগুলি পূরণ না করলে গণনা নির্ভুল হয় না।
1 মন্তব্যসমূহ
https://pricemama.com.bd/mobiles/
উত্তরমুছুন