কম্পিউটার কাকে বলে (Definition of Computer) ?

কম্পিউটার শব্দটি ' কম্পিউট ' (Compute) শব্দ থেকে এসেছে যার অর্থ হলো গণনা । অর্থাৎ কম্পিউটার একটি গণকযন্ত্র বা পরিগণক । কিন্তু এর কার্যকারিতা বা কার্যক্ষমতা , প্রয়োগ  সীমা ও যন্ত্রাংশ ইত্যাদি থেকে বিবেচনা করলে কম্পিউটার শুধুমাত্র একটি গণকযন্ত্র নয়।


কম্পিউটার হলো দ্রুতগতিসম্পন্ন একটি জটিল যন্ত্র যা সংশ্লিষ্ট বিবিধ যন্ত্রাদির (ex- Input,Output, Processing Unit) সহযোগিতায় সমস্ত তথ্য (Data/ Information) সংরক্ষণ (Save) করতে পারে,  পরবর্তী সময়ে ব্যবহারের জন্য সংরক্ষিত তথ্যকে পুনরুদ্ধার (Retrieve) করতে পারে এবং নির্দেশাবলী (Command/ Instruction) মেনে নির্দিষ্ট প্রসেসিং এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে (Automatically)ধাপে ধাপে বিভিন্ন গাণিতিক, যৌক্তিক ও অন্যান্য তথ্য নিপুনভাবে পরিচালনা করে ব্যবহারকারীর সামনে ফলাফল (Output)তুলে ধরতে পারে। 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ