অ্যারিথমেটিক লজিক ইউনিট (Arithmetic Logic Unit) Or ALU

কম্পিউটার সিস্টেমের সমস্ত রকম গাণিতিক এবং লজিক্যাল (Logical) বা যৌক্তিক অপারেশন বা কাজ ALU -এর মাধ্যমে সম্পন্ন হয় ।

যোগ ,বিয়োগ ,গুন ,ভাগসহ গাণিতিক সমস্যার সমাধান বাইনারি পদ্ধতিতে সমাধান করা হয় ।
 এ ছাড়াও AND, OR, NAND, NOR, XOR,XNOR প্রভৃতি লজিক্যাল  অপারেশন নিয়ন্ত্রণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ